১৯১৩ সালে ভবনটি স্থাপিত হয়। যশোরে যে ক’টি পুরোনো ভবন ঐতিহ্যের স্মারক হিসেবে মাথা উঁচু করে আছে তার মধ্যে জেলা পরিষদ ভবন অন্যতম। উল্লেখযোগ্য আরও দুটি ভবন হলো জেলা কালেক্টরেটের প্রথম ও দ্বিতীয় ভবন। প্রথম ভবনটি স্থাপিত হয় ১৮০১ সালে। ৮৫ বছর ধরে এখানে চলে জেলা ম্যাজিস্ট্রেটের কাজ। কাজের পরিধি বেড়ে যাওয়ায় স্থানসংকুলান না হওয়ায় দ্বিতীয় ভবনের একতলা স্থাপন করা হয় ১৮৮৫ সালে এবং দুইতলা স্থাপন করা হয় ১৯৮২ সালে। প্রথম ভবনটি এখন জেলা রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত ভবন।
অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর। এই যশোরকে জেলা করা হয় ১৭৮১ সালে। আর অবিভক্ত বাংলায় সেলফ গভর্নমেন্ট অ্যাক্টের আওতায় ১৮৮৫ সালে ডিস্ট্রিক্ট বোর্ড প্রতিষ্ঠার প্রথম দিকেই ১৮৮৬ সালে যশোর ডিস্ট্রিক্ট বোর্ড প্রতিষ্ঠা করা হয়। ১৯৫৯ সালে এই নাম পরিবর্তন করে ডিস্ট্রিক্ট কাউন্সিল করা হয় এবং ১৯৭৬ সালে স্থানীয় সরকার আইনে করা হয় জেলা পরিষদ। যশোর ডিস্ট্রিক্ট বোর্ড প্রতিষ্ঠার ২৭ বছর পর ১৯১৩ সালে নিজস্ব ভবন স্থাপন করা হয়। অবিকৃত অবস্থায় ভবনটি এখনো দাঁড়িয়ে আছে।
Leave a Reply